প্রেস বিজ্ঞপ্তি : বাশঁখালীর কাহারঘোনায় সংঘদান ও স্মৃতিমন্দির উৎসর্গ সম্পন্ন

S M Ashraful Azom
sacrifice of memorials in Bashuchhali Kaharghora are completed

বাশঁখালীর কাহারঘোনায় সাংবাদিক কল্যাণ বড়ুয়া'র প্রয়াত পিতা- সতীশ চন্দ্র বড়ুয়া ও মাতা-সংঘমিত্রা বড়ুয়া'র মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও স্মৃতিমন্দির উৎসর্গ অনুষ্ঠান ৪ মে শুক্রবার কাহারঘোনা নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। 

বাঁশখালী শাসনকল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ ধর্মপাল মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সদ্ধর্ম আলোচনা করেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ও শীলকূপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবির, দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ তিলোকানন্দ মহাস্থবির, বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্থবির, কাহারঘোনা মিনজিরীতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীজিৎ স্থবির, পুঁইছড়ি চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ ধর্মপাল স্থবির, শীলজ্যোতি থের ও প্রয়াতের পুত্র বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ। 

অনুষ্ঠানে প্রয়াতের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং প্রয়াতদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতি মন্দির উৎসর্গ করা হয়।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top