বকশীগঞ্জে পাট আঁশ ও বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

S M Ashraful Azom
Training on jute fiber and seed production in Bakshiganj

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পাট ও পাট জাতীয় ফসলের কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর প্রকল্পের আওতায় পাট আঁশ ও বীজ উৎপাদন বিষয়ক দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট ও কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাট গবেষণা ইন্সটিটিউটের পরিচালক (কৃষি) ড. মো. মুজিবুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন এসএসও ড. বাবুল হোসেন।

পাট গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইয়ার উদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর আজাদ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের একশ কৃষক প্রশিক্ষণে অংশ নেন।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top