বাঁশখালী রুটে পরিবহন নৈরাজ্যে রুখতে যোগাযোগ মন্ত্রাণালয়ে স্মারকলিপি প্রদান

S M Ashraful Azom

বাঁশখালী রুটে পরিবহন নৈরাজ্যে রুখতে যোগাযোগ মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

বাঁশখালী রুটে পরিবহন নৈরাজ্যে রুখতে যোগাযোগ মন্ত্রাণালয়ে স্মারকলিপি প্রদান
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের অন্যতম চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বিকল্প রুট বাঁশখালী-আনোয়ারা পিএবি প্রধান সড়ক ও অভ্যান্তরিত সড়ক গুলোতে চলাচলকারী বাস ও সিএনজি অটোরিক্সার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, সরকার নির্ধারিত নিয়ম অনুসারে ভাড়া আদায়, উন্নতমানের বাস সার্ভিস চালু করা, পরিবহন ব্যবস্তার নৈরাজ্য ও বাস স্টাফদের অভদ্র ব্যবহারে সাধারন যাত্রীদের পরিত্রাণের দাবিতে বাঁশখালীতে কর্মরত সকল সাংবাদিকদের তত্ত্বাবধানে উপেজলার সর্বস্তরের সাধারণ জনগনের উদ্যোগে ৩১ মে বৃহস্পতিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে যোগাযোগ ও সেতুর মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।


উক্ত স্মারকলিপিতে বাঁশখালী সর্বসাধারণের পক্ষে দলমত নির্বিশেষে সকলে একমত পোষণ করে গণ স্বাক্ষর প্রদানে অংশ গ্রহন করেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা বদরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাপিয়া বেগম, বাঁশখালী উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া, মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলমগীর, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ, প্রাইমারী শিক্ষা অফিসার কে.এম মোস্তাক আহমেদ, সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসানী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ বদরুদ্দীন চৌধুরী, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কপিল উদ্দীন, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ কামরুল আজাদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুল আনোয়ার, বাঁশখালী ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা.হীরক কুমার পাল, ডা. আবুল খায়ের আজাদ, ডা. সৌরভ রায় চৌধুরী, ডা. জুবরিয়া শারমিন, উপজেলা কৃষি সহকারী কর্মকর্তা ইমরুল কায়েস, বাঁশখালী ইকোপর্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জান শেখ, বাঁশখালীর সকল আইনজীবি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী, আওয়ামীলীগ নেতা আক্তার হোসাইন, বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, বাঁশখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আহাদ, বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, সোনালী ব্যাংক বাঁশখালী শাখা ম্যানেজার নেপাল চন্দ্র দাশ, চাম্বল ইউনিয়ন ভূমি কর্মকর্তা চন্দন দাশ, বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক এম মনছুর আলী, বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ফজলুল কাদের, আওয়ামীলীগ নেতা আতাউল করিম, ভাদালিয়া বাইতুল ইরফান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ক্বাজী মনছুরুল হক, মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মৌলানা হামেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ, বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক বৃন্ধ, পৌরসভা কৃষকলীগের সভাপতি মানিকুল আলম, সাধারন সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কায়েশ সরওয়ার সুমন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দীন রবিন, বাঁশখালী পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা বৃন্দ, বাঁশখালী বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা বৃন্ধসহ বাঁশখালী সকল মিডিয়াকর্মীদের তত্ত্বাবধানে বাঁশখালী উপজেলার সর্বস্তরের সাধারণ জনগনের উদ্যোগে স্মারকলিপিতে সহানুভূতি জানিয়ে আরো গণস্বাক্ষর প্রদান করেন আওয়ামীলীগ, বিএনপি, যুবলীগ,যুবদল, ছাত্রলীগ, ছাত্রদল,ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, সহ দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক ও অরাজনৈতিক দলের নেতৃবৃন্দ।





#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top