গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বারের দাফন সম্পন্ন

S M Ashraful Azom
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বারের দাফন সম্পন্ন

সিলেট প্রতিনিধি: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ হাজারো মানুষের উপস্থিতিতে গোলাপগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরীর দাফন সম্পন্ন হয়। ২ই জুন শনিবার বিকাল ৩ঘটিকার সময় গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন হয়।

এ সময় প্রিয় সিরাজুল জব্বার চৌধুরীকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের সমাগমে ভরপুর ছিল এমসি একাডেমী মাঠ। তবে সিরাজুল জব্বার চৌধুরীকে শেষ বিদায় দিতে এসে শোকে নিস্তব্ধ হয়ে দাড়িয়ে ছিলেন উপস্থিত হাজারো মানুষ। পরে রণকেলী বড়বাড়ী জামে মসজিদ কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সিরাজুল জব্বার চৌধুরী ছিলেন সদা হাস্যজ্জ্বল ব্যক্তি। যেকারো বিপদে তিনি সহযোগিতা, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন। কর্মজীবনে ছিলেন স্বতঃস্ফূর্ত কর্মমুখী।

সিরাজুল জব্বার চৌধুরীর জানাযার পূর্ববর্তী সময়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আফছার আজিজ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী,মরহুমের পুত্র মাজেদ আহমদ।

জানাযায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কার্য নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন,
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাবেক সভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুকুর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, ওসি (অপারেশন) দেলওয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, পৌর প্যানেল মেয়র হেলালুজ্জামান, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, গোলাপগঞ্জ বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সভাপতি মাওলানা আব্দুল জলিল, সহ সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক বদরুল আলম, গোলাপগঞ্জ জার্নালিষ্ট ফোরামের সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক খালেদ হোসেন,অর্থ সম্পাদক আব্দুল আজিজ।

এছাড়া উপস্থিত ছিলেন , সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী ইসমাইল আলী, সেক্রেটারি মিন্টু রায়, পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ছালিক আহমদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগির খান ছামিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল আম্বিয়া, সিলেট জেলা যুবলীগ নেতা শাহীন আহমদ সহ গোলাপগঞ্জ উপজেলার সকল এলাকার মানুষের পাশাপাশি বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট, বড়লেখা সহ বিভিন্ন উপজেলার মানুষ অংশ নেন।


১৯৪৯ সালে ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া সিরাজুল জব্বার চৌধুরী ছিলেন উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামের মরহুম আব্দুল জব্বার চৌধুরী ও মরহুমা নজিবা খাতুন চৌধুরীর একমাত্র সন্তান। ২৩মে থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে ঢাকা ল্যাব এইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হন তিনি। মৃত্যুকালে উনার বয়স ছিল ৬৯ বছর। তিনি ২ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top