জনসমর্থন না থাকায় টাকার বস্তা নিয়ে হাসান উদ্দিন

S M Ashraful Azom
জনসমর্থন না থাকায় টাকার বস্তা নিয়ে হাসান উদ্দিন

সেবা ডেস্ক: ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আগের মেয়র আব্দুল মান্নানের উপর আস্থা হারিয়ে ফেলায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হাসান উদ্দিন সরকারকে মনোনয়ন দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের আস্থার প্রতিদান দিতে মাঠে নেমে জনসমর্থন পেতে ব্যর্থ হয়ে এখন ভোট বাণিজ্যে নেমেছে মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

ধর্ম আর মানুষের আবেগকে কাজে লাগিয়ে টাকা ছড়িয়ে ভোট দানের ওয়াদা নেওয়ার কুট কৌশল প্রয়োগ করছে হাসান উদ্দিন। এ কাজে সহায়তার জন্য তার একাধিক টিম মাঠে রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে। তার ডান হাত বলে পরিচিত গোলাম রসুলের নেতৃত্বে শাহীনুর রহমান, রাসেল হোসেন, ইব্রাহিম খলিল, খালিদ হাসান, রেদওয়ান জনি সহ অনেকে তাকে একাজে সহযোগিতা করছে।

নগদ টাকা হাতে দিয়ে ধর্মগ্রন্থ স্পর্শ করিয়ে কিংবা স্ত্রী-সন্তানের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করানোর মাধ্যমে ভোট আদায়ের এ ঘৃণ্য পথে নেমেছে হাসান উদ্দিন সরকার ও তার সহযোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসান উদ্দি্নের ঘনিষ্ঠ একজন বলেন, অবৈধ এ কাজে ৩০ কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে। ভয়ভীতি দেখিয়ে গাজীপুরে অবস্থিত গার্মেন্টসগুলো থেকে এবং পরিবহন খাত থেকে এ ফান্ডের একটি বড় অংশ কালেক্ট করা হয়েছে। একাজে বিএনপির ডোনাররাও মূখ্য ভূমিকা রাখছে। লন্ডন থেকে তারেক রহমান এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছে বলে জানা গেছে।

একজন মেয়রের এমন ঘৃণ্য কাজে ধর্মভীরু সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে তীব্র ক্ষোভ।
 -
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top