SebaBanner

হোম
রংপুর বিভাগের কুড়িগ্রামে দুদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর বিভাগের কুড়িগ্রামে দুদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় দুর্নীতি প্রতিরোধে দুদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৭ জুন বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক  সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল এসএম আমিনুল ইসলাম, রংপুর দুদক’র উপ-পরিচালক মোজাহার আলী সরদার, জেলা শিক্ষা অফিসার আব্দুল কাদের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধান, প্রবীণ সাংবাদিক ও  আহসান হাবীব নীলু, দুপ্রক জেলা সেক্রেটারী।

আলোচনা সভা শেষে জেলার ৯টি স্কুলে সততা স্কুলের জন্য প্রতিজনকে রংপুর দুদক থেকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ জেলা প্রশাসক সুলতানা পারভীন শিক্ষকদের মাঝে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ, ৯ উপজেলার প্রতিনিধিসহ সরকারের শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
, , ,

Home-About Us-Contact Us-Sitemap-Privacy Policy-Google Search