সাজাপ্রাপ্ত বাংলাদেশী ৫৩ নাগরিককে ফেরত দিয়েছে ভারত

S M Ashraful Azom
সাজাপ্রাপ্ত বাংলাদেশী ৫৩ নাগরিককে ফেরত দিয়েছে ভারত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশী নাগরিক আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতের অভ্যান্তরে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

ভারতের বিচার বিভাগ অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেন। দীর্ঘদিন সাজাভোগ করার পর গত ২৯ জুলাই সকাল ১১টার দিকে কুড়িগ্রাম জেলারে রৌমারী উপজেলার চর নতুন বন্দর সীমান্তের ১০৬৫ নং আন্তর্জাতিক সীমানা পিলার দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি ৫৩জন নাগরিককে ফেরত দেওয়া হয়।

সাজা প্রাপ্তরা হলেন, টাঙ্গাইল জেলার শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, দিনাজপুরের সামিউল ইসলাম, ক´বাজারের পলাশ, কুড়িগ্রাম জেলার রৌমারীর নুরুজ্জামান ও নজরুল ইসলাম, বরিশাল জেলার আব্দুর রাজ্জাক, সিলেট জেরার রশিদ আহমেদ ও শাহ আব্দুল কাদের ও কুমিল্লা জেলার সাইফুল ইসলামসহ ৫৩ জন। তাদের মধ্যে একজনের সঠিক ঠিকানা না থাকায় ভারতেই আটক রাখা হয়েছে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্বদেন বর্ডার গাড বাংলাদেশ ৩৫ ব্যাটালিয়ন জামালপুর উপ-অধিনায়ক মেজর মাহমুদ হাসান ও পুলিশের পক্ষে নেতৃত্বদেন রৌমারী থানার তদন্ত কর্মকর্তা মোন্তাসির বিল্লাহ অপর দিকে  ভারতের পক্ষে নেতৃত্বদেন, ডিআইজি রোনক আলী হাজারিকাসহ অন্যান উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসি, উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায়।

পুলিশের তদন্ত কর্মকর্তা মোন্তাসির বিল্লাহ জানান, সাজাপ্রাপ্ত আসামিদেরকে রৌমারী থানা পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top