শাহরাস্তিতে ৩৩ জন প্রধান শিক্ষকের হাতে নিয়োগপত্র প্রদান

S M Ashraful Azom
শাহরাস্তিতে ৩৩ জন প্রধান শিক্ষকের হাতে নিয়োগপত্র প্রদান

রকি সাহা চাঁদপুর প্রতিনিধিঃ শাহরাস্তি উপজেলার ৩৩ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষকদেরকে (পদন্নোতি) প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপত্র তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাবুদ্দিন স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে। যার স্মারন নং- ডিপিইও/চাঁদ/১৩৯৭। এর পেরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার তার কার্যালয়ে ৩৩ জন শিক্ষকদের হাতে তাদের নতুন কর্মস্থলে নিয়োগ পত্র (অনুমতি পত্র) প্রদান করেন। 

নিয়োগ পত্র প্রদানের সময় উপজেলা প্রাথমিক সহকারী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম , প্রাথমিক শিক্ষা সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম সহ নতুন নিয়োগকৃত প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। 
\
নিয়োগ পত্র প্রদানের প্রেক্ষিতে নতুন কর্মস্থলে গতকাল রবিবার ২২ জুলাই স্ব স্ব নিয়োগ প্রাপ্ত শিক্ষকগন তাদের কর্মস্থলে যোগ দান করেন। 

যোগদানকৃত শিক্ষকগন হচ্ছে- মমতাজ বেগম দেবীপুর সপ্রাবি, আনোয়ার হোসেন নুইপা সপ্রাবি, নাছরিন আক্তার খিলা বাজার সপ্রাবি, আলো ভট্রাচার্য্য নাহারা সপ্রাবি, মোঃ রুহুল আমিন ডাঃ আঃ সাত্তার সপ্রাবি, জাহাঙ্গির আলম চিতোষী সপ্রাবি, ঝর্ণা রানী মজুঃ রঘুরামপুর সপ্রাবি, নিখিল চন্দ্র ভট্রাচার্য্য শ্যামপুর সপ্রাবি, নাজমা আক্তার চন্ডিপুর সপ্রাবি, মোঃ হুমায়ুন কবির শোরসাক য্ক্তু সপ্রাবি, মোঃ নেছার আহমদ পীরশাহ্ শরীফ সপ্রাবি, নাজমা আক্তার ধামরা সপ্রাবি, ফাতেমা আক্তার কেশরাঙ্গা সপ্রাবি, জান্নাতুল ফেরদাউস ভড়ুয়া সপ্রাবি, মোঃ জাহাঙ্গির আলম পাথৈর সপ্রাবি, মোঃ জাকির হোসেন মনিপুর সপ্রাবি, মোঃ ফখরুল ইসলাম রায়শ্রী সপ্রাবি, মোঃ মোরশেদ আহসান রাগৈ শিশু মঙ্গল সপ্রাবি, মোঃ রুহুল কুদ্দুস খেড়িহর সপ্রাবি, মোঃ শেখ মজিবুর রহমান উঘারিয়া সপ্রাবি, মোঃ রুহুল আমিন ফেরুয়া সপ্রাবি, মোঃ হেলাল উদ্দিন দহশ্রী সপ্রাবি, মোহাম্মদ আলী খান লাকামতা সপ্রাবি, জাকিয়া আক্তার পূর্ব পাথৈর আলোকদিয়া সপ্রাবি, মোঃ আলী আক্কাছ পাটওয়ারী সংহাই সপ্রাবি, মোঃ জসিম উদ্দিন খাম পাড় সপ্রাবি, মুহাম্মদ মুজিবুর রহমান ইছাপুরা পশ্চিম সপ্রাবি, মোঃ জাকির হোসেন আয়নাতলী সপ্রাবি, খোকন মজুমদার সূচীপাড়া পঃ সপ্রাবি, মোঃ জাকির হোসেন ভূঁইয়া টামটা সপ্রাবি, মোঃ ওমর ফারুক ফতেপুর সপ্রাবি, শংকর কুমার ভৌমিক পনচাইল সপ্রাবি ও মোঃ সোহরাব হোসেন পঃ পাথৈর আলী আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে কর্মস্থলে যোগ দান করেন।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top