মেহার কালিবাড়ীতে উল্টো রথযাত্রা উৎসব পালন

S M Ashraful Azom
মেহার কালিবাড়ীতে উল্টো রথযাত্রা উৎসব পালন


রকি সাহা, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলার অন্তরগত শাহরাস্তি উপজেলায় শ্রী শ্রী মেহার কালীবাড়ী মন্দিরে উৎসবমুখর আর ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে রবিবার উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

শনিবার বিকেলে বর্ণাঢ্য সাজে বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ মেহার কালীবাড়ী মন্দির এর আঙ্গিনায় এসময় রথযাত্রায় হরি নাম সংর্কীতন করতে করতে ভক্তরা আনন্দ উল্লাস প্রকাশ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। গত ১০ জুলাই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব শুরু হয়।

উক্ত উৎসবে হাজার হাজার ভক্তবৃন্দের শুভ আগমনের মধ্য দিয়ে রথটানা উৎসবে আনন্দে মেতে উঠে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সকল ভক্ত বৃন্দ নেচে গেয়ে জগন্নাথদেবেরর উল্টো রথটানা ও প্রসাদ গ্রহন করেন। উল্টো রথটানা শেষে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top