নিজ দলীয় কর্মীদের লুকিয়ে “অনশন” নাটকের নায়ক আরিফুল হক

S M Ashraful Azom
 নিজ দলীয় কর্মীদের লুকিয়ে “অনশন” নাটকের নায়ক আরিফুল হক

সেবা ডেস্ক: সন্ত্রাস এবং নারী কেলেঙ্কারিতে জড়িত রাসেল আহমেদ ও সুমন আহমেদের মুক্তি চেয়ে আবারো পুলিশ কার্যালয়ের সামনে লোক দেখানো অনশনে বসেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।

২১ জুলাই সিলেটের উপশহর এলাকায় মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আরিফুলসহ নগর বিএনপির একাধিক নেতা-কর্মী।

সূত্র বলছে, রাসেল ও সুমন আহমেদের নামে একাধিক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। রাসেল ও সুমন দুজনই বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিমের খাস লোক বলে পরিচিত। সিলেটের নির্বাচনকে বিতর্কিত ও কলঙ্কিত করতেই রাসেল ও সুমনকে লুকিয়ে আরিফুল হক নাটক সাজিয়ে অনশন করছেন।

সিলেট মহানগর বিএনপি সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের বিগত পাঁচ বছরের অপ-শাসন, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহারের কারণে বেশ অসুবিধাজনক অবস্থানে রয়েছেন আরিফুল হক। সিলেট মহানগরবাসী ইতিমধ্যেই আরিফুলের উপর মহাবিরক্ত। পরিবর্তন ও উন্নয়নের রাজনীতির কথা বলে গতবার সিলেটবাসীকে বোকা বানিয়ে ভোট আদায় করেছিলেন আরিফুল হক চৌধুরী। ক্ষমতায় বসার পর পরই ওয়াদা ভুলে গিয়ে লুটপাটের রাজনীতিতে জড়িয়ে পড়েন আরিফুল হক চৌধুরী। স্বজনপ্রীতির নামে উন্নয়নের যত বরাদ্দ ছিল তা মিলেমিশে লুটপাটে অংশ নেন আরিফুল। তাই ২০১৮ সালের সিটি নির্বাচনে অনেকটা ব্যাকফুটে রয়েছেন আরিফুল হক চৌধুরী। মানুষের মুখে মুখে এখন আরিফুলের কু-কীর্তির কথা ভেসে বেড়াচ্ছে পুরো মহানগরের বাতাসে। সুষ্ঠু নির্বাচন হলে আরিফুল হক বিরাট ব্যবধানে পরাজিত হবেন, সেটি বিবেচনা করে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেই আসলে এই কাজে হাত দিয়েছেন আরিফুল হক।

এই বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, রাসেল ও সুমন দুজনই তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাদের ফলো করেও আটক করতে ব্যর্থ হই। দুজনই ধুরন্ধর প্রকৃতির। খবর পেয়েছি, নিজেদের মধ্যে গণ্ডগোল করে গা ঢাকা দিয়েছে দুজন। আর পুলিশ ও প্রশাসনকে চাপে রেখে ফায়দা লুটার চেষ্টা করছেন আরিফুল। তার কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top