প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার প্রতিবাদে বাশঁখালীতে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

S M Ashraful Azom
প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার প্রতিবাদে বাশঁখালীতে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ
র‌্যালী পরবর্তী প্রতিবাদ সমাবেশ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশের উন্নয়নের কান্ডারী বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে হামলার প্রতিবাদে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ রবিবার বিকালে অনুষ্টিত হয়।


উপজেলা আওয়ামীলীগের দপ্তর সমাপাদক ও পৌর আওয়ামীলীগ নেতা শ্যামল দাশের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর। অনুষ্টানে বক্তব্য রাখেন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, শীলকুপের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, নীলকন্ঠ দাশ, শেখ মুজতবা আলী চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক মো. হামিদ উল্লাহ, তপন বড়ুয়া, আবদুর রহমান, আবদুল অদুদ লেদু, জাফর আহমদ,আকতার হোসেন, মৌলভী আকতার হোসেন, গিয়াস কামাল চৌধুরী, উত্তম কারন , প্রদীপ গুহ, ইফতেখার হোসেন, রাকেশ দাশগুপ্ত, মিজান সিকদার, মানিকুল আলম, আবদুল গফুর, সাজু, ফিরোজ শাহী, মনিরুল ইসলাম প্রমুখ।


সভায় বক্তারা বলেন, দেশ যখন সারাবিশ্বে উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিতি পাচ্ছে । তখন একটা মহল কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে রাস্তায় নামিয়ে দিয়েছে। বক্তারা দেশের উন্নয়নে বাশঁখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে একতাবদ্ধ থেকে সকল অন্যায় এর প্রতিবাদ করার আহবান জানান ।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top