স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ১১ কোটি ডলার দিবে এডিবি

S M Ashraful Azom
স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ১১ কোটি ডলার দিবে এডিবি

সেবা ডেস্ক: আরও ১১ কোটি ডলার বা প্রায় ৯২১ কোটি টাকার (৮৩.৭৫ ডলার হিসেবে) ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। ম্যানিলা ভিত্তিক আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থাটির পরিচালনা পর্ষদ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় নেওয়া নেওয়া একটি প্রকল্পের জন্য বাড়তি এই ঋণ অনুমোদন করেছে বলে গত ২৬ সেপ্টেম্বর বুধবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এডিবির সামাজিক খাত বিশেষজ্ঞ ব্রায়ান চিন বলেন, ২০১২ সালে অনুমোদিত সরকারের নেতৃত্বে পরিচালিত ‘আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি’ নামের এ প্রকল্পে এডিবির সহায়তা বিশেষ করে দরিদ্র খানাগুলোর মধ্যে মানসম্পন্ন স্বাস্থ্যর সুযোগ বাড়ানোর ফলে শূন্যস্থান পূরণ হচ্ছে। “নতুন এই অর্থায়ন সেবাপ্রদানের ব্যবস্থাকে জোরদার করবে; ২০১২ সালের প্রকল্প ও বাকি দুটি প্রকল্পের ভিত শক্ত করবে। অপূরণীয় চাহিদা পূরণ করে এই ব্যবস্থা পারিচালনায় স্বনির্ভরতা আসবে।”
⦽প্রকাশকাল: ২৯-সেপ্টেম্বর-২০১৮-০১:৩৭  ⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top