![]() |
| বকশীগঞ্জে শেখ হাসিনার ৭২ তম জন্মদিন পালন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ |
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন ২৮ সেপ্টেম্বর শুক্রবার পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে কেক কাটা, বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য এমপি প্রার্থী নূর মোহাম্মদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদিন , সহ সভাপতি ছামিউল হক, যুগ্ন সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোকাদ্দেস খোকন , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, উপদপ্তর সম্পাদক মানিক সাহা, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, সদস্য মনির হোসেন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আজাদ হোসেন লাভলু, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার প্রমুখ।
জন্মদিনের অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।
⦽প্রকাশকাল: ২৯-সেপ্টেম্বর-২০১৮-০২:০৪ ⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

