একাত্তরের পরাজিত অপশক্তি নানাভাবে শিকড় গজিয়ে উঠার চেষ্টা করছে

S M Ashraful Azom
একাত্তরের পরাজিত অপশক্তি নানাভাবে শিকড় গজিয়ে উঠার চেষ্টা করছে

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বাঁশখালী শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রায় জনসভা রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি ও মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির। প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার কবির বলেন, আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো রাজনৈতিক নেতা যেন জয়লাভ করতে না পারে সে ব্যাপারে যুব সমাজকে সচেতন থাকতে হবে।

একাত্তরের পরাজিত অপশক্তি নানাভাবে শিকড় গজিয়ে উঠার চেষ্টা করছে। তাদের শিখর উপড়ে ফেলতে হবে। গণহত্যায় নেতৃত্বদান ও সহযোগীদের এদেশে কোনো ভোটাধিকার থাকতে পারে না। ‘আমার ভোট আমি দেব, মুক্তিযুদ্ধের স্বপক্ষে দেব’ এই অঙ্গিকারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দক্ষিণজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বাঁশখালীর প্রধান উপদেষ্টা আবদুল্লাহ কবির লিটনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মুকুল। প্রধান বক্তা ছিলেন কমিটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক শওকত বাঙালী। বিশেষ অতিথি ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী শম্পা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লেয়াকত সিকদার।

যুবলীগ নেতা জাহেদ আকবর জেবু’র সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন, নির্মূল কমিটির বাঁশখালী শাখার সভাপতি এডভোকেট সাজ্জাদ হোসাইন তালুকদার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জসীম উদ্দিন, পুকুরিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, রণতোষ দাশ, কফিল উদ্দিন, বখতেয়ার উদ্দিন চৌধুরী করিম, রাশেদ আলী, খোরশেদ আলম পাশা, দিলুয়ারা বেগম সুমী, গাজী নুরীমন নূরী, আরিফুজ্জামান আরিফ, মো. সিরাজ, চৌধুরী নাজিম, জিহাদ উদ্দিন ফারুক, আনিসুল হক, হামিদ হোসেন, মো. হোসাইন, রওশনজ্জামান, ইমরান মাহমুদ চৌধুরী রোমন, ওমর ফারুক, শেখেরখীল আ’লীগ নেতা নুরুল ইসলাম, শ্রীমৎ কৃষ্ণানন্দ ও জয় বড়ুয়া’সহ প্রমূখ।

⇘সংবাদদাতা: শিব্বির আহমদ রানা

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top