
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হোসেনপুর এলাকায় ব্যাটারী চালিত অটোভ্যানের ধাক্কায় গোপাল নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। নিহত মুক্তিযোদ্ধার বাড়ি হোসেনপুর গ্রামে।
আক্কেলপুর থানার ওসি কিরন কুমার জানান, গত রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধা গোপাল আক্কেলপুর উপজেলার হোসেনপুর রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকার সময় একটি ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় মুক্তিযোদ্ধা গোপালকে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
⇘সংবাদদাতা: জয়পুরহাট প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।