ঘোষনার অপেক্ষায় “কুমিল্লা বিভাগ” : কুমিল্লায় আইনমন্ত্রী আনিসুল হক

S M Ashraful Azom
0
ঘোষনার অপেক্ষায় “কুমিল্লা বিভাগ” : কুমিল্লায় আইনমন্ত্রী আনিসুল হক

সেবা ডেস্ক: বর্তমান সরকারের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কুমিল্লা বিভাগ হবে। যাদেরকে সঙ্গে নিতে চেয়েছিলাম তারা না আসলেও আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ও চাঁদপুরও থাকবে। কিন্তু কেউ কেউ বলছে তারা থাকবে না। তাদের সাথে কথা চলছে। কুমিল্লা বিভাগ সম্পর্কে সিদ্ধান্ত এবং সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। কুমিল্লা বিভাগের পরিকল্পনা নেওয়া হয়ে গেছে, এখন শুধু ঘোষণার অপেক্ষা।

২৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

 আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২ হাজার ৩৮৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে সারাদেশে ৪২টি আদালত ভবনের নির্মাণ কাজ চলছে, এর মধ্যে ২২টির কাজ শেষ হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সকলের জন্য স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বিচার বিভাগের কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিচারকদের প্রশিক্ষণ, অবকাঠামো নির্মাণ, বিচারক নিয়োগসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

কুমিল্লা জেলা ও দায়রা জজ কে.এম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান প্রমুখ।

পরে জেলা বারের আইনজীবীদের আয়োজনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top