
জামালপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় মহা পঞ্চমীর মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদিয়া দূর্গাপুজা শুরু হয়েছে। প্রতিবারের তুলনায় জামালপুরের ইসলামপুরে ২২ টি পুজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মহালয়ের মধ্যে দিয়ে শুরু হয়ে গেছে শারদীয় দুর্গাৎসবের আনুষ্ঠানিকতা।
পুজা মন্ডম ও মন্দিরে চলছে প্রতিমা সাজসজ্জার শেষ । মাস দুয়েক আগ হতেই প্রতিমা তৈরির কাজ শুরু করেন মালাকাররা। মাটি দিয়ে তৈরি করছেন দূর্গা লক্ষী,স্বরস্বতী,কার্তিক,গণেশ,অসুর মহিষ, সিংহের মৃন্ময় মূর্তি। প্রতিবারের তুলনায় এবারেও বিভিন্ন জায়গায় দেখা যায় নতুনত্ব।
এবারে প্রতিমা তৈরিতে রয়েছে বৈচিত্রের ছোয়া। এ উপজেলায় হরিসভা পুজা মন্ডব,গোবিন্দবাড়ী পুজা মন্ডপ,পুদ্দারবাড়ী পুজা মন্ডপ,সেনবাড়ী পুজা মন্ডপ,কাসারী পাড়া পুজা মন্ডপ,কামার পাড়া পুজা মন্ডপ,ইংলিশ পট্টি পুজা মন্ডপ সহ পৌর শহর ও উপজেলায় ২২টি পুজা মন্ডপে দূর্গোৎসব উৎযাপিত হতে যাচ্ছে।
বেল পুজার মধ্যে দিয়ে শারদীয়া দুর্গে্ৎাসব পালন শুরু হয়েছে। আসন্ন পুজা উৎসব উৎযাপনে উপজেলা নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমান এ প্রতিবেদককে জানান,দুর্গা পুজায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সকল প্রকার প্রস্তুতি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন।
অন্যদিকে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অমূল্য রতন পাল জানান, ইতিমধ্যে প্রতিটি মন্ডপের রং তুলির কাজ কাজ সমাপ্ত । নিরাপত্তার জন্য পুজা মন্ডপে পুলিশও থাকবে। তবে উৎযাপন পরিষদও যথেষ্ঠ তৎপর রয়েছে।
ইসলামপুর পৌরসভার কাউন্সিলর শ্রী অংকন কর্মকার জানান, পুজা উৎযাপনে ইতি মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মিটিং হয়েছে। প্রত্যেক পুজা মন্ডপে সেচ্ছা সেবক ও গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। আশা রাখি কোন রকম জামেলা ছাড়াই উল্লাস,উদ্দীপনার মধ্যে দিয়েই এবারের শারদীয় দূর্গাৎসব সমাপ্ত হবে বলে আশা রাখছি।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।