
জামালপুর সংবদাদাতা ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আ’লীগ মনোনীতআলহাজ মির্জা আজম এমপি, বিএনপি মনোনীত মোস্তাফিজুর রহমান বাবুল ও ব্যরিস্টার এম. বদরুদ্দোজা বাদল, জাপা(এ) মনোনীতলে. কর্ণেল অব. মনজুর আহাদ হেলাল, গণফোরাম মনোনীত সাবেক কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব নইম জাহাঙ্গীর, জাকের পার্টির আ: হাকিম শান্তি, বাসদ’র শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাফেজ-মাওলানা বুরহান উদ্দিন, বিকল্পধারার হাফেজ-মাওলানা-সাংবাদিক মাসুম বিল্লাহ, ন্যাশনাল পিপুলস পার্টি (এনপিপি)’র অধ্যক্ষ আবদুর রউফ হীরা,সিপিবি’র শিবলুল বারী রাজু,স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এম. শফিকুর রহমান।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।