
বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
গতকাল বুধবার ২৮ নভেম্বর বকশীগঞ্জ নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তারা পৃথক পৃথক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ২জন, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ২জন, জাতীয় পার্টি (এরশাদ) থেকে ১ জন, বাংলাদেশ জাতীয় পার্টি (মঞ্জ) ১ জন ও বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে ১ জন মনোনয়ন পত্র দাখিল করেন। যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন আওয়ামী লীগের বর্তমান এমপি আবুল কালাম আজাদ (নৌকা), বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ (নৌকা), বিএনপি থেকে সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত (ধানের শীষ), বিএনপির চেয়ারপাসর্নের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম (ধানের শীষ), জাতীয় পার্টির (এরশাদ) সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী এম.এ সাত্তার (লাঙ্গল), বাংলাদেশ জাতীয় পার্টি (মঞ্জু) থেকে জাহাঙ্গীর আলম (কাঁঠাল), বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে আব্দুল মজিদ (হাত পাখা) । তারা নিজ নিজ দলের পক্ষ থেকে প্রার্থী হয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের নিকট মনোনয়ন পত্র জমা দেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।