টাঙ্গাইলে শুরু হলো ৪দিন ব্যাপি আয়কর মেলা

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে শুরু হলো ৪দিন ব্যাপি আয়কর মেলা
সেবা ডেস্ক: বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও টাঙ্গাইলে ‘উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দেব’-এই স্লোগান নিয়ে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে গাজীপুর কর অঞ্চলের উদ্যোগে টাঙ্গাইলের একটি কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার আব্দুস সালাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন এসএম সাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, আইটিবি ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আলী আজগর প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় করদাতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেক-৪ এর পরিদর্শী যুগ্ম কর কমিশনার এস এম বদিরুজ্জামান।

মেলায় বক্তারা বলেন, এ বছর টাঙ্গাইলে আয়োজিত আয়কর মেলায় আপনারা খুব সহজেই আপনাদের কাজ করতে পারবেন। মহিলা, প্রতিবন্ধী, প্রবীণ ও মুক্তিযোদ্ধাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। ২০১৮-১৯ করবর্ষের আয়কর রিটার্ন গ্রহণ ও প্রাপ্তি স্বীকারপত্র প্রদানসহ আরো অনেক বিষয়ের উপর আমরা নজর দিয়েছি। আশা করি টাঙ্গাইল জেলাকে আমরা মডেল করতে পারবো।

পরে ফিতা এবং বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
আয়কর মেলা-২০১৮ আগামী ১৭ নভেম্বর রোববার পর্যন্ত চলবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top