
সেবা ডেস্ক: বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’র উদ্যোগে আজ ৩০ নভেম্বর শুক্রবার সকালে বাগেরহাট শহরের রেল বস্তিতে নির্বাচনকালীন গণসংযোগ মহড়া হয়েছে।
বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ করা যায় সকলকে তার ধারণা দেয়া হয় এ গণসংযোগ মহড়ায়।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, নির্বাচনকালীন সময়ে প্রতি সপ্তাহে এ গণসংযোগ মহড়া হবে। যাতে জনসাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ে।
বাগেরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’র উদ্যোগে এ নির্বাচনকালীন গণসংযোগ মহড়ায় এলাকাবাসী বাগেরহাট ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।