
সেবা ডেস্ক: দেশের সর্ব বৃহৎ দ্বীপ ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার ট্রলারে হামলা চালানোর অভিযোগে আজ ৩০ নভেম্বর শুক্রবার সকালে চার জলদস্যুকে আটক করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
আটককৃত চার জলদস্যুরা হলেন- উপজেলার চাদপুর ইউনিয়নের মিন্টু মাঝির ছেলে মো. খোকন, ফারুক মাঝির ছেলে মো. শাকিল, ইব্রাহিমের ছেলে খোকন ও সিরাজের ছেলে মো. রাহিম।
তজুমদ্দিন থানার ওসি ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শশীগঞ্জ মাছঘাট থেকে সন্দেহজনক এই চারজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা মেঘনায় মাছ ধরার ট্রলারে হামলা চালানোর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এসময় তাদের কাছ থেকে আট হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জেলে অপহরণ মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত চার জলদস্যুরা হলেন- উপজেলার চাদপুর ইউনিয়নের মিন্টু মাঝির ছেলে মো. খোকন, ফারুক মাঝির ছেলে মো. শাকিল, ইব্রাহিমের ছেলে খোকন ও সিরাজের ছেলে মো. রাহিম।
তজুমদ্দিন থানার ওসি ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে শশীগঞ্জ মাছঘাট থেকে সন্দেহজনক এই চারজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা মেঘনায় মাছ ধরার ট্রলারে হামলা চালানোর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
এসময় তাদের কাছ থেকে আট হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জেলে অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।