
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫নং বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল শপথ গ্রহণ করেছেন। আজ ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আহম্মেদ কবীর।
উল্লেখ্য, দেওয়ানগঞ্জ উপজলার ৫নং বাহাদুরাবাদ ইউনিয়নে ২০১৬ সালের ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রে নির্বাচনীয় সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুটারচর ইবতেদায়ী মাদ্রাসা দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন।
উল্লেখ্য, দেওয়ানগঞ্জ উপজলার ৫নং বাহাদুরাবাদ ইউনিয়নে ২০১৬ সালের ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রে নির্বাচনীয় সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খুটারচর ইবতেদায়ী মাদ্রাসা দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন।
পুনঃরায় নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণায় স্থগিতকৃত ওই কেন্দ্রগুলোতে গত ৩ অক্টোবর বুধবার সকাল থেকে পুনঃরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ১শ ৭১ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এলাকাবাসী জানান, বিগত ৫বছর শাকিরুজ্জামান রাখাল চেয়ারম্যানের দায়িত্ব পালনের মাধ্যমে ৫নং বাহাদুরাবাদ ইউনিয়নে ন্যায় নিষ্ঠায় সহিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি ব্যাপক উন্নয়ন অব্যাহত রেখেছেন তাই তাকে আমরা পুনঃরায় নির্বাচিত করেছি। আশা করি বর্তমান সরকারের উন্নয়নের যে জোয়াড় সারাদেশে বইছে, আমাদের বাহাদুরাবাদ ইউনিয়নেও শাকিরুজ্জামান রাখাল এর মতো জননন্দিত নেতাই তার ধারাবাহিকতা রাখতে পারবেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।