
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে জামালপুর-১ আসন। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে ছিল । এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কয়েকটি দলের পক্ষে মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। এর মধ্যে বিএনপির তিন জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এবার এই আসনে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত , সাবেক আইজিপি আবদুল কাইয়ুম ও সাবেক এমপি মিল্লাতের ছেলে শাহাদত বিন জামান মনোনয়ন দাখিল করেছেন।
দলের কোন্দল মেটাতে তিন জনের মন জয় করতে দলীয় মনোনয়ন তাদের হাতে তুলে দেয় কেন্্রীয় বিএনপি। গত ২৮ নভেম্বর তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন । কিন্তু বিএনপির এই দ্বিচারিতা নীতির কারণে বিএনপিতে যেমন কোন্দল শুরু হয়েছে তেমনি মনোনয়ন নিয়ে জটলা তৈরি হয়েছে। তিন জনের মনোনয়ন দাখিল নিয়ে বিএনপিতে চরম দ্বন্দ্ব শুরু হয়েছে। এতে করে বিএনপির জন্য হিতে বিপরীত হয়েছে।
মনোনয়ন নিয়ে জটলা তৈরি হওয়ায় ক্ষুব্দ হয়েছে তৃণমুল বিএনপির নেতা কর্মীরা। এই অবস্থা চলতে থাকলে এই আসনে বিএনপির পরাজয় হবে বলেও মনে করেন অনেকে।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

আসলে রাজনৈতিক সংগঠনে মনোনয়ন পেতে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক।সময়ের সঠিক সিদ্ধান্তে সবাই ঐক্যবদ্ধ থাকবে।ইনশাআল্লাহ
উত্তরমুছুন