কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় দুই শিশু আহত

S M Ashraful Azom
0
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় দুই শিশু আহত

সেবা ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের ঠুটাপাইকেরতল এলাকায় আজ ২৮ নভেম্বর বুধবার দুপুরে মোটর সাইকেলের ধাক্কায় জিম (৮) ও জেন্না (৭) নামের দুই শিশু আহত হয়েছে।

আহত শিশুদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশু জিম ও জেন্না নাগেশ্বরী সদর উপজেলার ঠুটাপাইকেরতল গ্রামের ছবির আলীর কন্যা।

আহত দুই শিশুর মামা শফিকুল ইসলাম বলেন,জিম ও জেন্না বাড়ির পাশের সড়কে হাঁটছিল। এ সময় হাউরি ভিটা গ্রামের মোটর সাইকেল আরোহী মমিনুল ইসলাম মোটর সাইকেল দিয়ে দুই শিশুকে সাজোরে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় জিম ও জেন্না। 

স্থানীয়রা রক্তাত্ত দুই শিশুকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে তাদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী মোটরসাইকেল ও চালক মমিনুল ইসলামকে আটক করেছে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার অনুপমা বলেন, আহত শিশুদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।জেন্নার অবস্থা গুরুতর। সে মাথা ও বুকে মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top