
লিয়াকত হোসাইন লায়ন, স্টাফ করসপনডেন্ট,ইসলামপুর।। জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৬২০ মেঃটন লক্ষ্যমাত্রা নিয়ে খাদ্যশস্য আমন চাল সংগ্রহ সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আনুষ্ঠানিক ভাবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
ইসলামপুর খাদ্য গুদামের আয়োজন উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস,উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান,খাদ্য উপ-পরিদর্শক রাফ সাম জানী বাবু ও উপজেলা চালকল মালিক সমিতি’র সভাপতি আমিরুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে, প্রতিকেজি ৩৬ টাকা দরে চাল সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৬২০মেট্রিক টন। এ সংগ্রহ অভিযান আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ইং পর্যন্ত চলবে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।