
রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীর ঐতিহ্যবাহি মুক্তাঞ্চল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২২ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। পরে উপজেলা মুক্তাঞ্চল মঞ্চে কেক কাটার মধ্য দিয়ে ১৪তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন করা হয়
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায়, সাবরেজিষ্টার অফিসার মিরাজ সৌরভ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুক্তার হোসেন, রৌমারী সরকারি কলেজের সহকারি অধ্যাপক আঞ্জুমান আরা, রৌমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হাই, যাদুরচর ডিগ্রি কলেজের প্রভাষক আলী হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বোরহান উল্লাহ রাকিব ও সরকার নুরুল ইসলাম, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক মফিজুল ইসলাম মিন্টু, রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাহমুদা আক্তার স্মৃতি, রেল-নৌ, যোগাওযোগ ও পরিবেশ উন্নয়ন গনকমিটির সাধারন সম্পাদক এসএমএ মোমেন, মুক্তাঞ্চলের সদস্যদের মধ্যে আব্দুর রউফ, শিল্পি আবুল কালাম, মনির হোসেন, ইসরাফির,রেজাউল করিম, সরোয়ার হোসেন, তাহেরুল ইসলাম, মাসুদ জুয়েল ও রুনিসহ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রৌমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও মুক্তাঞ্চল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পরিচালক আকতারুজ্জামান। উল্লেখ্য যে, ২০০৪ সালে ২২ডিসেম্বর আজকের দিনে রৌমারী কিছু সংস্কৃতিমনা ও প্রগতিশীল মানুদের উদ্যেগে মুক্তাঞ্চল সাস্কৃতিক ও সামাজিক সংগঠনের জন্ম লাভ করে। জন্মলগ্ন থেকে মুক্তিযোদ্ধের চেতনা, আদর্শ ও বাঙ্গালি সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য আশরাফুল মজিদ ও নাসির উদ্দিন বাউল, আকতারুজ্জামান ও জাকির হোসেন প্রমূখ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।