
জামালপুর প্রতিনিধি: আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামালপুর-৫ সদর আসনের নৌকার নতুন মাঝি জেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। শনিবার সকালে জামালপুর সদর উপজেলার ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নের চিথলিয়া দারিকাজানী, বন্দ-চিথলিয়া,ইদুলপুর, ঠেংগর গ্রামে বিশাল নৌকার মিছিল বের হয়।
মোজাফফর হোসেন এ প্রতিনিধিকে বলেন, নির্বাচনী প্রচারণায় গিয়ে বুঝতে পেরেছি আমার ব্যক্তিগত পরিচয়ের সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ব্যাপক জয় জয় কার শুরু হয়েছে। দীর্ঘ ২০ বছর পর নৌকার মাঝি পরিবর্তনে সদরের ভোটাররা আরো বেশি আনন্দিত। তাদের কাছ থেকে আমি ব্যাপক সারা পাচ্ছি। আমি মনে করি যে স্থানগুলোতে আমি নির্বাচনী প্রচারণায় গিয়েছি সে জায়গাগুলো থেকে ৯০ভাগ ভোটার আমাকে ভোট দিয়ে বিজয়ের দিকে এগিয়ে দিবে। সেই সাথে আমি মনে করি বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী ওয়ারেছ আলী মামুনকে পরাজিত করতে পারবো। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন- ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, একদিন ভোট দিন ৫বছর সেবা নিন। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামী সরকারের বিকল্প নাই।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।