
সেবা ডেস্ক: ১৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নৌকার পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু জাফরের নেতৃত্বে মিছিলটি বকশীগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ করে। এ সময় যুবলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।
মিছিল শেষে বকশীগঞ্জ উত্তর বাজার এলাকায় স্থাপিত অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি বাবু নেপাল চন্দ্র সাহা।
সমাবেশের বক্তব্যে আবু জাফর বলেন, আগামী নির্বাচন ৭০ সালের অনুষ্ঠিত নির্বাচনের চেয়েও গুরুত্বপুর্ন। নির্বাচন হচ্ছে স্বাধীনতা স্বপক্ষ শক্তি আর বিপক্ষ শক্তির মধ্যে। আজ স্বাধীনতা বিরোধীরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এদের হাত থেকে দেশ রক্ষা করতে হলে নৌকার বিকল্প নেই।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।