
বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে জাতীয় পার্টি ও মহাজোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী সমাবেশকে লক্ষ করে নেতাকর্মীদের উপর গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) চাম্বল বাজারে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
গোলাগুলির ঘটনায় অন্তত ১৫ জনের অধিক আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। আহতরা হলেন, মো. কফিল উদ্দিন(৪০), সিরাজ মিয়া(৫৫), রমিজ(৩৫), আব্দুর রহিম(৫৫), আজিজ আহমদ (৫৬), হাসান(২৬), রাসেল(২২), মাহমদ (২৬), মো. দিদারুল আলম(৩৮)। এসময় দুর্বৃত্তরা নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ী সহ মাহমুদুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত গাড়ীতে ব্যাপক ভাঙ্গচুর চালায়।
এ ব্যাপাারে যোগাযোগ করা হলে বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
⇘সংবাদদাতা: বাঁশখালী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।