
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল প্রেসক্লাবে সংবর্ধিত হলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন। শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়াম-২ এর হল রুমে তার সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মধ্যমনি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ ও অ্যাডভোকেট আতোয়ার রহমান আজাদ ।
টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন এর সঞ্চালনায় এ সংবর্ধণা অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী কমিটি নেতৃবৃন্দ, সাধারণ ও সহযোগি সদস্যসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সন্তান ইলিয়াস হোসেন। মফস্বল সাংবাদিকতার উজ্জল নক্ষত্র ও দৃষ্টান্ত হয়ে উঠাসহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি হয়ে এ জেলাবাসিসহ সাংবাদিক সমাজের সম্মান বৃদ্ধি করেছেন।
এ গৌরব অর্জনে তার নিজ জেলার টাঙ্গাইল প্রেসক্লাবের এ সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন জেলার গৌরব ও কৃতি সন্তান হওয়ার সম্মান স্বরূপ ইতোপূর্বেই তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের সহযোগি সদস্য পদ প্রাপ্ত হয়েছেন বলেও জানান টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।