সরিষাবাড়ীতে দলছুট নেতাদের কদর করছে বিএনপি, দলে কানাঘুষা

S M Ashraful Azom
0
সরিষাবাড়ীতে দলছুট নেতাদের কদর করছে বিএনপি, দলে কানাঘুষা

সরিষাবাড়ী প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মাঁজা সোজা করে দাঁড়াতেই পারছে না ঐক্যফ্রন্টের এমপি প্রার্থী জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। উদ্বেগ-উৎকন্ঠায় সময় পার করছেন বিএনপি’র এই মনোনীত প্রার্থী। 

নিত্য নতুন কৌশলে এগুতে চেষ্টা করছে দলটি। এরমধ্যে দলছুট ও বিদ্রোহী নেতাদের দলে টানার প্রক্রিয়া চলছে। ফলে হীতে বিপরিত হচ্ছে সবই। যে বিদ্রোহী নেতাদের অনেক আগেই দল থেকে বের করে দেওয়া হয়ে, তাদেরকে আবারও দলে ফেরানো, বিএনপি’র নেতাকর্মীরা তা কোন ভাবেই মেনে নিতে পারছেনা। যারা তাদেরকে দলে গ্রহন করতে চাচ্ছে তাদের সাথেই বেজে যাচ্ছে তর্ক বিতর্ক, যেখানে দলীয় কোন্দল কমানোর চেষ্টা চলছে, সেখানে কোন্দল যেন আরও বেড়েই চলছে। কেউ কেউ দল বদলের কথাও বলছে। ফলে আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের কথা থাকলেও তা না করে হঠাৎ কর্মসূচির পরিবর্তন করা হয়।

সকাল ১০টায় আরামনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে দলটি। এখানে দলের এক সময়ের বিদ্রোহী নেতা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল্লাহ শহিদ ভিপি ও বেলজিয়াম বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সেলিমকে হাজির করা হয়। 

যদিও নির্বাচন ইস্যু ও সাংগঠনিকভাবে ওই দুই নেতার গুরুত্ব কতোটা কাজে দেবে তা নিয়ে খোদ নেতাকর্মীদের মনেও সন্দেহ রয়েছে। এ নিয়ে চলছে কানাঘুষা। জানা গেছে, বেলজিয়াম বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সেলিম দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে তালুকদার পরিবার কেন্দ্রীক একক প্রভাবে অভিযোগ তুলে কয়েক বছর আগে বিদ্রোহী অবস্থান নেন। 

তৃণমুল বিএনপির ব্যানারে পাল্টা দলীয় কর্মসূচি দেন কিছুদিন। বিগত পৌরসভা নির্বাচনে তিনি বিদ্রোহী মেয়র প্রার্থী হলে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ বাঁধে। 

মনোনয়নপত্র বাছাইয়ের দিন তাঁর প্রার্থীতা বাতিল হলে হাইকোর্টে রিট করে প্রার্থীতা ফিরে পান এবং ভোটে অংশ নিয়ে জামানত হারান। অপরদিকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল্লাহ শহিদ ভিপিও একই অভিযোগে দলের কার্যক্রম থেকে দূরে চলে যান এবং তাঁর চাচাতো ভাই রুহুল আমিন সেলিমের অনুসারী হিসেবে কাজ করেন। 

তিনিও বিগত পৌর নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী হলে রিটার্নিং অফিসার তাঁর প্রার্থীতা বাতিল করে। নির্বাচনকে সামনে রেখে এই দুই নেতাকে দলে ফেরান এমপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। বিজয় দিবসের আলোচনা সভায় তাঁদের হাজির করা হলে যেন আকাশ থেকে পড়ে দলের অধিকাংশ নেতাকর্মী। তারা অনেকেই বলছে বিদ্রোহী নেতাদের নিয়ে নির্বাচন করবে তো, আমাদের এখানে আসার কি প্রয়োজন? অনেক নেতাকর্মী হতাশার মধ্যে সময় কাটাচ্ছে। ক
⇘সংবাদদাতা: সরিষাবাড়ী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top