
মধুপুর প্রতিনিধি: মধুপুরের এমপি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এর প্রচেষ্টায় ২০১৬-২০১৭ অর্থ বছরে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা-শালিখা রাস্তায় সিংহচালা খালের উপর ৫০ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ হওয়ায় এলাকাবাসীর স্বপ্ন পূরণ হয়েছে।
সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৩৮ লাখ ৮৯ হাজার ৭ শ ৭৫ টাকা। এপ্রিল ২০১৮ সালে সেতুটি নির্মাণ কাজ শেষ হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ শাখার আওতায় নির্মিত সেতুটির নির্মাণ করে টাংগাইলের রাফি এন্টারপ্রাইজ। সেতুটি নির্মাণ হওয়ায় মহিষমারা গ্রামের ঘোনাপাড়া, দক্ষিণ মহিষমারা, পয়লাপাড়া ও ঘাটাইল উপজেলার গড়মচালা, কোনাবাড়ী, শালিখা দক্ষিণপাড়া, মমিনপুর এলাকার ২০/২৫ হাজার মানুষ উপকৃত হয়েছে। সেতুটি হওয়াতে কয়েক কিলোমিটার ঘুরে গারোবাজার, সিংহচালা প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয় না। এলাকার মানুষ সেতুটি নির্মাণ করাতে খুবই খুশি হয়েছে। ঘোনাপাড়া গ্রামের দরাজ আলী বলেন, সেতুটি নির্মাণ হওয়ায় আমরা খুবই খুশি। আগে আমাদের ৩/৪ কিলোমিটার ঘুরে খালের উপারে যেতে হত। এখন সহজে আমরা যাতায়াত করতে পারছি। সেতুটি নির্মাণ করায় আমাদের এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। সেতুর পূর্বপাড়ের বাসিন্দা মমিরন বেগম বলেন, সেতুটি হওয়াতে আমাদের এলাকার মানুষ উপকৃত হয়েছে। এখন আমাদের খালের ওপারে যেতে বেশি সময় লাগে না। সেতুটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। দাবিটি পূরণ করার জন্য আওয়ামীলীগ সরকারকে ধন্যবাদ জানাই। এ ধরনের ভাল কাজ করার জন্য আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনা প্রয়োজন। মহিষমারা গ্রামের আঃ ছাত্তার, আলতাব আলী, আনোয়ার হোসেনরা বলেন, এ সেতুটি নির্মাণ হওয়াতে আমরা ভীষণ উপকৃত হয়েছি। সেতু হওয়ার পূর্বে এলাকার ছাত্র/ছাত্রী ৩/৪ কিলোমিটার ঘুরে সিংহচালা স্কুলে, গারোবাজার, মহিষমারা কলেজে, সুনামগঞ্জ দাখিল মাদ্রাসায় যেতে হত। এখন আমাদের যাতায়াতের খুব সুবিধা হয়েছে। এ ধরনের ভাল কাজ হওয়ার কারণে আওয়ামীলীগকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনা উচিত।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।