জামালপুরে ৫টি আসনের নৌকা প্রার্থীর দাবি উন্নয়নের ধারা অব্যাহত রাখুন

S M Ashraful Azom
0
জামালপুরে ৫টি আসনের নৌকা প্রার্থীর দাবি উন্নয়নের ধারা অব্যাহত রাখুন

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুর জেলার ৫টি আসনের আ’লীগ মনোনীত নৌকা মার্কার সকল প্রার্থীরা একই শ্লোগানে কাজ করছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই একই শ্লোগানের প্রচারণায় ঝুকছেন প্রার্থী-নেতা-কর্মী এমনকি সমর্থকরাও। তাদের শ্লোগান এখন একটাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। 

জামালপুর সদর আসনের ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল এমপি, মেলান্দহ-মাদারগঞ্জের পাট বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি, সরিষাবাড়ির ডা. মুরাদ হাসান সাবেক এমপি এবং তাদের নেতা-কর্মীদের মুখে মুখে প্রচারণা উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। 

ইতোমধ্যেই প্রখ্যাত সাংস্কৃতিক কর্মী পিযুষ বন্দোপাধ্যায় সরিষাবাড়িতে সাংস্কৃতিক কর্মীদের সম্প্রীতির সমাবেশেও একই কথা বলেছেন। একইভাবে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীও ইসলামপুরে মুক্তিযোদ্ধার সমাবেশে এমন ইঙ্গিত দিয়েছেন। 

ওদিকে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের বিএনপি’র প্রার্থী ভোটের আগেই রশিদুজ্জামান মিল্লাতের বোল্ড আউট হওয়ায় আবুল কালাম আজাদ বিজয়ের স্বপ্নের চেহারায় ক্লিন প্রচারণা চালাচ্ছেন। তবে বিএনপি মাঠে নাথাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাও. আব্দুল মজিদ হাতপাখা মার্কার মাঠ সরব হয়ে ওঠেছে। 

অপরদিকে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের আ’লীগ প্রার্থী মির্জা আজমের কেন্দ্র ভিত্তিক প্রচারণার জোয়ারে নৌকা ভাসছে। গ্রামেগঞ্জে নৌকার পক্ষে ভোট নাচাইলেও প্রপার এলাকাগুলোতে সার্বক্ষণিক প্রচারণায় মুখরিত। তাদের নির্বাচনী মিছিল মিটিংয়েও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের আকৃষ্ট করতে দেখা দেখা গেছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top