
আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি: সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলেও যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিন ব্যাপী কর্মসুচি গ্রহন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তপোধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়।
সকাল সাড়ে আটটায় জিবিজি সরকারী কলেজ মাঠে শিশু-কিশোরদের সমাবেশ,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা করা হয়।
বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ, জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক ও পিপি এস আকবর খান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সাবেক মেয়র আব্দুল রশিদ মিয়া, জিবিজি কলেজের অধ্যক্ষ শাসছুল আলম মনি,সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল ড. মোঃ শহিদুল ইসলাম, পৌর মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, সংসদ সদস্য আমানুর রহমান খানের সহধর্মিনী ফরিদা খানম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহসভাপতি খান ফজলুর রহমান,সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিঞা, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।
⇘সংবাদদাতা: আব্দুল লতিফ
⇘সংবাদদাতা: আব্দুল লতিফ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।