
রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৪৭তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
মহান বিজয় দিবসের কর্মসুচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৬টায় ৩১বার তোপধ্বনী, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ৮.৪০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কুচকাওয়াজ অনুষ্ঠান প্রদর্শণ, সকাল ১০টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা ও সিম্পেজিয়াম, সকাল ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণের অংশ গ্রহনে ক্রীয়া অনুষ্ঠান।
দুপুর ২টায় জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা, বিকাল ৩টায় উপজেলা পরিষদ একাদশ বনাম মুক্তিযোদ্ধা সংসদ এর মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায়ের সভাপতিত্বে বক্তব্যদেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মজিবুর রহমান বঙ্গবাসি, উপজেলা আওয়ামীলী সভাপতি ও সাবেক এমপি মো. জাকির হোসেন. সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) শহীদ সরোওয়ার্দী, রৌমারী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম, উপজেলা বাস্তবায়ন অফিসার মো. আজিজুর রহমান, যুদ্ধাহত ও বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের সরকার, ডেপুটি কমান্ডার মো.শাহার আলী, বীরমুক্তিযোদ্ধা মো.আজিজুর রহমান, খন্দকার শামছুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোরায়রা ও রৌমারী উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাসহ তাদের পরিবার পরিজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাঊল ইসলাম মিনু।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।