
রবিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচার চালাকালীন সময়ে উপজেলার কালীপুরস্থ গুনাগরিতে নৌকা সমর্থিত প্রার্থীর লোকজন জহিরুল ইসলামসহ তাদের কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনায় মো. জাহাঙ্গীর (৩৮) ও ফাহিম(২৫) নামের দু'জন গুরুতরভাবে আহত হয়। এতে আরো ৫-১০জন আহত হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে নাগরিক ঐক্য পরিষদ মনোনীত (স্বতন্ত্র) আপেল প্রতীক সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলাম জানান, আমাদের লোকজনসহ আমি আজ কালীপুরে নির্বাচনী প্রচারণায় যাই। জোহরের নামায আদায়রত অবস্থায় কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট শাহাদাতের ইন্ধনে মোটর সাইকেল আরোহী কিছু লোকজন দা, কিরিচ, লাঠি নিয়ে মসজিদে প্রবেশ করে আমাদের লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের নির্বাচনী প্রচারকাজে ব্যবহৃত গাড়ী ও মাইক ভাংচুর করে।
⇘সংবাদদাতা: বাঁশখালী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।