
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থনে ও নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এর মাধ্যমে তারা বিভেদ ভুলে শেখ হাসিনার প্রার্থীর পক্ষে মাঠে নামলেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের নেতৃত্বে ওই মিছিল অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ পৌর শহরের মধ্য বাজার থেকে শুরু করে মিছিল টি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে । নৌকার সমর্থনে এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আজাদ হোসেন লাভলু, সদস্য সচিব মিষ্টার রানা, যুব লীগ নেতা মারুফ সিদ্দিকী , ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাাদ রেজা , সহসভাপতি রাকিবিল্লাহ রাকিব সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগের ৫ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।