
লিয়াকত হোসাইন লায়ন.স্টাফ করসপনডেন্ট,ইসলামপুর ॥ জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ, মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলাসহ নানান কর্মসূচির আয়োজন করা হয়।
ভোর সাড়ে ছয়টায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।
সকাল নয়টায় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন এবং অভিবাধন মঞ্চে সালাম পগ্রণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য ও এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদুল হক খান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রমুখ।
বিজয় দিবসের অনুষ্ঠানে পুুলিশ সদস্য, আনছার সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ মুক্তিযোদ্ধা, সুধীজন, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন। কুজকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৌতুক প্রদর্শন অতিথিদের পাতিল ভাঙ্গা খেলা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।