ওয়াসিম হায়দার, লোহাগাড়া: চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় আজ ১৬ডিসেম্বর রাত ৮টায় কক্সবাজার থেকে ঢাকাগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে গাড়ীতে থাকা সেলিনা খাতুন (৫০) নামের এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় নিহতের স্বামী হারুনর রশিদ (৫৪) এবং তার ভাতিজা ও গাড়ীর চালক গুরতর আহত হয়েছে।
আহতদের মধ্যে হারুনর রশিদ ও গাড়ীর চালক লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং নিহতের ভাতিজার অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রামে প্রেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এসআই মোঃ শরীফ এবং নিহতের ছেলে মোঃ তুহিন। নিহত এবং আহতরা হলেন পাবনা জেলা সদর উপজেলার দিলানপুর এলাকার বাসিন্দা।
⇘সংবাদদাতা: ওয়াসিম হায়দার


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।