
জামালপুর প্রতিনিধি: জামালপুরে চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা রমজান আলীকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার অভিযান চালিয়ে নান্দিনা রেলগেট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর সদর উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি। গ্রেফতারকৃত রমজান আলী জামালপুরের নান্দিনা এলাকার আমজাদ আলী’র ছেলে।
জানা গেছে, যুবদল নেতা রমজান আলীর বিরুদ্ধে জামালপুর আদালতে দুইটি চেক জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়। ঐ মামলায় আদালত প্রতারক রমজান আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এর পর থেকেই দীর্ঘদিন ধরে পলাতক জীবনযাপন করেন রমজান আলী। গোপন সংবাদের খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ গতকাল ২০ ডিসেম্বর বৃহস্পতিবার নান্দিনা রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। যুবদল নেতা রমজান আলীকে গ্রেফতারের পর এলাকায় সস্থি ফিরে এসেছে।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক আসাদুল হক রমজান আলীকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, তাকে জামালপুর কোর্টে প্রেরন করা হয়েছে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।