
রৌমারী প্রতিনিধি : নৌ-বন্দর, স্থলবন্দর, ১৫টির বেশী নদ-নদী গুলি কুড়িগ্রাম বাসীর জন্য দারিদ্রের শীর্ষে, তা মেনে নেওয়া যায় না। রৌমারী, চিলমারী, রাজিবপুর তথা কুড়িগ্রাম জেলার উন্ননয়নের লক্ষে সম্ভাবনাময় কুড়িগ্রামকে গড়ে তুলতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে জন দাবীর প্রতি সম্মান জানিয়ে স্থানীয় ও জেলা ভিত্তিক ২২টি দাবীর উপর জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে গুরুত্ব সহকারে দেখার জন্য রেল-নৌ, যোগাযোগও পবিবেশ উন্নয়ন গণকমিটি রৌমারী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলমের সভাপতিত্বে রৌমারী মুক্তিযোদ্ধা কমপ্লে´ ভবনের সামনে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মাান জানিয়ে জন দাবী গুলি হলো, স্থানীয় দাবী মহান মুক্তিযোদ্ধের মুক্তাঞ্চল রৌমারীকে মুক্তাঞ্চল ঘোষনা করতঃ গেজেট ভ’ক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং নতুন উপজেলা সৃষ্টি করে পুর্নাঙ্গ জেলায় রুপান্তর করতে হবে, ব্রম্মপুত্র নদের সর্বনাশা ভাঙ্গন থেকে রৌমারী, রাজিবপুর উপজেলাকে নদীভাঙ্গন রোধ, নদী ড্রেজিং করাসহ স্থায়ী বাধঁ নির্মান করতে হবে, রৌমারী এলসি পোর্টকে পুর্নাঙ্গ স্থলবন্দর ঘোষনা করে অবকাঠামো নির্মান করতে হবে, ঢাকা টু- রৌমারী সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে দ্রুত দুই লেনের কাজ সম্পন্ন করতে হবে, রৌমারী শহর রক্ষাবাধ (থানা মোড় টু বন্দবেড়, বাঘমারা হয়ে চাক্তাবাড়ী পর্যন্ত) বাধঁটিকে টেকসই ও স্থায়ীত্বশীল করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
রৌমারী শহর থেকে ফলূয়ারচর, বলদমারা নৌ ঘাট পর্যন্ত সড়ক উচু ও প্রশস্ত করতে হবে, ১৯১২ সালে প্রতিষ্টিত রৌমারী থানার (রৌমারী সদরকে উত্তীর্ন করতে হবে, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাসপতাল হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় যন্ত্রপাতি, যানবাহন ও জনবল বৃদ্ধি করতে হবে, মুমুর্ষ রোগী ও প্রসূতি মায়ের জীবন রক্ষার্থে ব্রম্মপুত্র নদে-নৌ এ্যাম্বুলেন্স চালু করতে হবে, রৌমারী শহরের যানজোট ও জনদুর্ভোগ নিরসনে স্থায়ী বাস টার্মিনাল নির্মান করতে হবে, শিশু কিশোর, যুবকদের চিত্ত বিনোদন ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শিশু পার্ক ও ষ্টেডিয়াম নির্মান করাসহ জেলা ভিত্তিক ২২টি দাবী পুরণের লক্ষে প্রার্থীদেরকে নিয়ে গণ শুনানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (এরশাদ) এর মনোনিত প্রার্থী মেজর অবঃ আশরাফ-উদ-দৌলা (তাজ) (লাাঙ্গল) প্রতীক, স্বতন্ত্র পদ প্রার্থী ডাঃ ইমরান এইচ সরকার মটর গাড়ী (কার) প্রতীক, আবুল বাশার মঞ্জু বাসদ মই প্রতীক, ইমান আলী ইমন স্বতন্ত্র প্রার্থী (ডাব) প্রতীক, আওয়ামী লীগের পক্ষে শহিদুল ইসলাম শালু সদর ইউপি চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন শাহ্ মোঃ আঃ মমেন রিপন সাধারন সম্পাদক রেল-নৌ, যোগযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ও সদস্য মামুন ইকবাল।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।