
মধুপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মহাজোট মনোনীত প্রার্থী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির হাতে ফুলের নৌকা দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার ৩ শতাধিক বিএনপির নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেছেন।
বৃহস্পতিবার ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্য্যালয়, পাইস্কা ইউনিয়নের কয়ড়া বাজার, ধনবাড়ী চালাষ চৌরাস্তা এবং মুশুদ্দি ইউনিয়নের বন্দচরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক যোগদান অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেন। যোগদান করা এসব নেতাকর্মিদের ফুলের মালা দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের প্রেডিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
নেতাকর্মিদের স্বাগত জানিয়ে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-১ (মধুপুরÑধনবাড়ী) আসনের আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, সহ-সভাপতি হারুনার রশিদ হিরা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী কিসলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, যদুনাথপুর ইউপি চেয়ারম্যান মীর ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, নব যোগদানকারী মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, রেবেকা রাজ্জাক রেবা, উপজেলা যুবলীগ সহ-সভাপতি খন্দকার রিপন প্রমূখ।
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা নেতাকর্মিরা জানান, বিএনপি জন বিচ্ছিন্ন সরকার শহিদকে মনোনয়ন দেয়ায় এবং আওয়ামী লীগ প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাকের নীতি-আর্দশ, সততা আর তার উন্নয়ন কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি এবং আজীবন আওয়ামী লীগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি। তারা বলেন, নৌকার প্রার্থী ড. রাজ্জাকের পক্ষে জীবন বাজি রেখে কাজ করে যে কোন মূল্যে বিজয়ী করা হবে।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।