
আরিফ উর রহমান টগর, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিনুর রহমান এর নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়কারী আমিন আহমেদ আব্বাসী (৪০) নামের এক অখ্যাত পত্রিকার সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার তক্তারচালা এলাকার একটি করাতকলে বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য ইউএনওর ওই চাঁদা আদায়ে গেলে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আমিন আব্বাসী পার্শ্ববর্তী কালিহাতি উপজেলার আউলিয়াবাদ এলাকার হাবিবুর রহমান আব্বাসীর ছেলে। সে নিজেকে সাপ্তাহিক সামাল ও দৈনিক গণতদন্ত পত্রিকার সাংবাদিক দাবি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কথিত ওই সাংবাদিক উপজেলার তক্তারচালা গ্রামের চান মাহমুদের করাতকলে গিয়ে নিজেকে ইউএনও’র লোক এবং সাংবাদিক পরিচয় দেন। ইউএনও মহোদয় বিজয় দিবসের অনুষ্ঠানের জন্যে ৫ হাজার টাকা চাঁদা চেয়েছেন বলে করাতকল মালিককে ফোন ধরিয়ে দেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কথিত ওই সাংবাদিক উপজেলার তক্তারচালা গ্রামের চান মাহমুদের করাতকলে গিয়ে নিজেকে ইউএনও’র লোক এবং সাংবাদিক পরিচয় দেন। ইউএনও মহোদয় বিজয় দিবসের অনুষ্ঠানের জন্যে ৫ হাজার টাকা চাঁদা চেয়েছেন বলে করাতকল মালিককে ফোন ধরিয়ে দেন।
ওই ফোনকলের বিপরীত ফোন ব্যবহারকারী নিজেকে ইউএনও পরিচয় দিয়ে দাবিকৃত ওই টাকা দিয়ে দিতে বলেন। তবে তাদের ওই কথোপকথন সন্দেহজনক হওয়াসহ সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র নাম আমিনুর রহমান কিনা নিশ্চিত হতে তার প্রেসক্লাবের এক সাংবাদিকের কাছে ফোনে জানতে চাওয়ায় ওই চাঁদাবাজির বিষয়টি ধরা ফেলেন তারা।
এতে ক্ষুব্ধ স্থানীয়রা আমিন আব্বাসীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ চাঁদাবাজির ঘটনায় রাতে করাতকল মালিক চান মাহমুদ বাদি হয়ে আমিন আব্বাসীর স্বীকারোক্তি অনুযায়ী ফোনের বিপরীত থেকে ইউএনও পরিচয় প্রদানকারী হেলাল উদ্দিনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ চাঁদাবাজিতে জড়িত সাংবাদিক পরিচয়ধারী আমিন আব্বাসীকে একদিনের রিমান্ডে আনা হয়েছে। ওই চক্রের সব আসামিকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান জানান, ওই প্রতারণার বিষয়টি অবগত হওয়ার পরই পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছি।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ চাঁদাবাজিতে জড়িত সাংবাদিক পরিচয়ধারী আমিন আব্বাসীকে একদিনের রিমান্ডে আনা হয়েছে। ওই চক্রের সব আসামিকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান জানান, ওই প্রতারণার বিষয়টি অবগত হওয়ার পরই পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছি।
⇘সংবাদদাতা: আরিফ উর রহমান টগর

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।