নৌকায় ভোট চাইলেন সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু

S M Ashraful Azom
0
নৌকায় ভোট চাইলেন সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু বলেছেন নৌকা মাকায় ভোট দিন , বিনিময়ে বিদ্যুতের সুবিধা নিন। তিনি আরো বলেন , ৩০ ডিসেম্বর নৌকা প্রার্থীর এমপি হলে আপনাদের ঘরে ঘরে সুবিধা পৌছে দেয়া হবে। দেশ আবারো উন্নয়নের জোয়ারে ভেসে যাবে।

বুধবার দুপুর ২ টায় সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী সরকার পাড়া গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধনী এসব কথা বলেন তিনি।

এ সময় ওই গ্রামের ১৩৭ টি পরিবারকে নতুন সংযোগ শুভ উদ্বোধন করা হয়। ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ছাড়াও বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মো. আখতারুজ্জামান, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল , উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ সহ স্থানীয় গন্যমান্য বক্তিবগ উপস্থিত ছিলেন।

নতুন সংযোগ উদ্বোধনের ফলে ওই গ্রামের ১৩৭ পরিবার বিদ্যুতের সুবিধা পেল।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top