
রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের সাথে ভুমিহীনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২টার দিকে নিজেরা করি অফিস কার্যালয় হলরুমে রৌমারী মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো.আব্দুস ছামাদ খান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আনিছুর রহমান মো. আব্দুর রউফ, রৌমারীর সাংস্কৃতিক কর্মী মো.মনিরুজ্জামান,রৌমারী উপজেলার ভুমিহীন ফ্রুন্টের সভাপতি মো. আবুল হাশেম, নিজেরা করি এনজিও কর্মী মো. ছাহের আলীসহ প্রায় অর্ধশতাধিক ভুমিহীন সদস্য । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “নিজেরা করি” উপজেলার সমন্বয়নকারি মো. শফিকুল ইসলাম মিন্টু।
আলোচনা সভায়, ধর্মীয় কুসংস্কারকে কাজে লাগিয়ে সাধারন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, সামাজিক প্রেক্ষাপট, বাল্যবিবাহ, বর্তমান সরকারের উন্নয়ন বিষয়, নদীভাঙ্গন প্রতিরোধ করা নির্বাচনকে সামনে রেখে বিভ্রান্তিকর কথা বলাসহ নানা বিষয়ে আলোচনা প্রাধান্য পায়।
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।