ঘাটাইলে নৌকার ভোট প্রার্থনায় এহসান আব্দুল্লাহ

S M Ashraful Azom
1
ঘাটাইলে নৌকার ভোট প্রার্থনায় এহসান আব্দুল্লাহ
ঘাটাইল  প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খানের পক্ষে ভোট প্রার্থনায় টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মিতালী গ্রুপের চেয়ারম্যান সৈয়দ তুহিন আব্দুল্লাহর সুযোগ্য সন্তান বঙ্গবন্ধু সাংস্কৃতিক গবেষনা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সম্পাদক ও বিজিএমই সদস্য সৈয়দ এহসান আব্দুল্লাহ । 

গত ১৫ ডিসেম্বর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঘাটাইল সংসদীয় এলাকার পৌরসভাসহ, দেউলাবাড়ী, ঘাটাইল, জামুরিয়া, সাগরদিঘী, ধলাপাড়া, সংগ্রামপুুর, সন্ধানপুর, দিগড়, দিগলকান্দি, লোকের পাড়া, আনেহলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। গণসংযোগকালে তিনি, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড ভোটারদেরকে অবহিত করেন এবং তাদের মাঝে লিফলেট বিতরণ করেন। 

এসময় তিনি বলেন, বর্তমান সরকার মুখে নয় কাজে বিশ্বাসী। বিগত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ওয়াদা করেছিলেন তা সিংহভাগ বাস্তবায়ন করেছেন। বাস্তবায়নকৃত কাজের মধ্যে পদ্মা সেতু নির্মান কাজ চলমান, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান, শ্রমিকদের মজুরী বৃদ্ধি, জেলেদের খাদ্যের সহায়তা প্রদান, বিনামুল্যে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ, মাথাপিছু আয়বৃদ্ধি ও দারিদ্রতা হ্রাস, মাতৃত্বকালীন ভাতা প্রদান ও মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, গরীব ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, সমুদ্র সীমানা বিজয় ও পায়রা সমুদ্রবন্দর নির্মান, প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান ইত্যাদি জনগণের মাঝে তুলে ধরেন। 

এছাড়া তিনি তার বক্তব্যে নারীর ক্ষমতায়ন, গ্রামীণ রাস্তা ঘাট, কালভাট ব্রীজ নির্মান, মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি, একটি বাড়ি একটি খামার প্রকল্প, জঙ্গি ও সন্ত্রাস দমন সফলতা, হতদরিদ্র মানুষের জন্য গৃহনির্মান, সুন্দরবনের জলদস্যুও বন দস্যু নিয়ন্ত্রন করা, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চলমান, সারা দেশে ব্যাপী বিদ্যুৎ এর ব্যাপক উন্নয়ন, কৃষিতে সফলতা, অনলাইন সেবা প্রদান, মহা আকাশে বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপন, সিট মহল সমস্যার সমাধান, নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দান, উপকূলীয় বানভাসী মানুষের জন্য সাইক্লোন সেন্টার নির্মান, ফ্লাইওভার নির্মান ও মেট্রো রেল নির্মান কাজ চলমান, প্রত্যেক উপজেলা সদরে প্রাথমিকভাবে একটি করে মডেল মসজিদ নির্মান করে প্রক্রিয়া শুরু করা, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নতি করা, ন্যাশনাল সার্ভিসের আওতায় বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি করা সহ দেশের সার্বিক উন্নয়নে সাফল্য তুলে ধরেন। তিনি আরো বলেন,ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হয়েছে। অসহায় গরীব দুখীদের জন্য ৪০ দিনের কর্মসূচীর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ, ১০ টাকা দরে ৩০ কেজি চাউল ভিক্ষুক পূর্ণবাসন, ভিজিডি ও ভিজিএফ কার্ড, শিশু ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্নভাবে সাধারণ মানুষের সেবা দেওয়া হয়েছে।
⇘সংবাদদাতা: ঘাটাইল প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top