টাঙ্গাইল পৌরভবনে আগুন !

S M Ashraful Azom
0
টাঙ্গাইল পৌরভবনে আগুন !
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভার ইপিআই (এক্সপেনডেড প্রোগ্রাম অন ইমোনাইজেশন) কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে এ আগুণের সুত্রপাত হয়। 

সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট এসে ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিয়ন্ত্রণে আসার আগেই ওই কক্ষে থাকা মহিলা ও শিশুদের টিকা দানের বিভিন্ন ধরণের ভ্যাকসিন ও সরঞ্জামাদীসহ আসবাবপত্রের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ অগ্নিকান্ডের সংবাদ দাতা টাঙ্গাইল পৌরসভার বিদ্যুৎ প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান জানান, প্রতিদিন ভোরে হাটার ধারাবাহিকতায় আজও তিনি হাটতে বের হন। এ হাটা অবস্থায় পৌরসভার কাছে আসলে কর্মরত গাড়ী চালক বাহাদুর তাকে ওই ইপিআই কক্ষে আগুন লাগার বিষয়টি অবগত করে।

এ অগ্নিকান্ডের সংবাদটি পেয়েই তিনি ভোর সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি অবগত করেন। এ সংবাদে দ্রুত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ওই আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার সোহেল রানা জানান, টাঙ্গাইল পৌরসভায় অগ্নিকান্ডের সংবাদ পেয়েই দ্রুত ঘটনাস্থলেই তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। 

ভবনটির টিকাদান কর্মসূচির ইপিআই কক্ষে বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে ওই আগুনের সূত্র পায় হয়। 

এ অগ্নিকান্ডের ঘটনায় ওই কক্ষে থাকা মহিলা ও শিশুদের টিকা দানের বিভিন্ন ধরণের ভ্যাকসিন ও সরঞ্জামাদীসহ আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। 

তবে দ্রুত ঘটনাস্থলে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট এর ১৬জন কর্মী প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাস্থলে দ্রুত পৌছানো সম্ভব না হলে টাঙ্গাইল পৌরসভার ভয়াবহ ক্ষতি সম্ভবনা ছিল বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top