
সেবা ডেস্ক: আজ ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে নভেম্বর/২০১৮ মাসের মাসিক অপরাধ সভায় টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বিলমুরিল গ্রামের কৃতি সন্তান ও জামালপুরের বর্তমান দায়িত্বরত এসপি মো. দেলোয়ার হোসেন পিপিএম(বার) কে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে পুরস্কৃত করা হয়।
নভেম্বর/২০১৮ মাসিক অপরাধ সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব নিবাস চন্দ্র মাঝি।
জানা যায়, জামালপুর জেলায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক ও সার্বিক, বাল্য বিবাহ, কমিউনিটি পুলিশিং কার্যক্রম এবং মাদক উদ্ধারসহ আসামী গ্রেফতার বিষয়ক কর্মকান্ডের সফলতায় পুলিশ জামালপুর মো. দেলোয়ার হোসেন পিপিএম(বার) কে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।
মাসিক অপরাধ সভায় অতিরিক্ত ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ জনাব ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, পুলিশ সুপার ময়মনসিংহ জনাব মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম, পুলিশ সুপার নেত্রকোনা জনাব জয়দেব চৌধুরী, পুলিশ সুপার জামালপুর জনাব মোঃ দেলোয়ার হোসেন পিপিএম (বার), পুলিশ সুপার রেঞ্জ অফিস জনাব সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার শেরপুর জনাব কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেঞ্জ অফিস জনাব রওনক জাহান ,অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) রেঞ্জ অফিস জনাব একেএম মনিরুল ইসলাম সহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।