কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ (National Fisheries Week) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিলো “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি।”
সাতদিন ব্যাপী উৎসবের উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা সাড়ে এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন:
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।
অন্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আওয়াল বক্তব্য রাখেন।
আলোচনা সভার পূর্বে একটি র্যালি বের হয়। এরপর কাজিপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।